Preview
Link Preview
বিশ্বচ্যাম্পিয়নদের ফাইনাল আজ
ডু অর ডাই’ ম্যাচে আমরা ভালো খেলি। নকআউট পরিস্থিতিতে খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটা বেরিয়ে আসে- ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামার আগে এমনটি বলেন অজি পেসার মিচেল স্টার্ক। ক্রিকেটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বৈরথ মানে বাড়তি কৌতূহল। অ্যাশেজ সিরিজ সামনে থাকার কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’দলের দ্বৈরথে পাচ্ছে ভিন্নমাত্রা। আর আইসিসি’র কুলীন এ ওয়ানডে আসরে ইঙ্গ-অজি ম্যাচটি পাচ্ছে আলাদা গুরুত্ব। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মাঠে নামছে আজ। বার্মিংহামের এজবাস্টন মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে হলে আজ ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। আর এ ম্যাচে অজিদের চোখ থাকবে আকাশেও। আসরে অস্ট্রেলিয়ার দুই ম্যাচেই ছিল বৃষ্টির বাগড়া। এতে পল্ড দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট অ্যাকাউন্টে জমা পড়লেও আসরে এখনো জয়ের দেখা পায়নি অজিরা। গ্রুপে নিজেদের শুরুর দুই ম্যাচে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটে স্বাগতিক ইংল্যান্ড। তবে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচই পণ্ড হলে দু’দলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে অস্ট্রেলিয়া। পরস্পর মোকাবিলায় নামার আগে ইংল্যান্ডের কাছে হার দেখে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে ইংল্যান্ডের পেস তারকা স্টিভ হার্মিসন বলেছিলেন, আমাদের চোখ অ্যাশেজের দিকে নেই বললে ভুল হবে। ভারতে আয়োজিত সেবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আসরের পরপরই অ্যাশেজ দ্বৈরথে নেমেছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। এবারের প্রেক্ষাপটটাও তেমন। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে অজি পেসার মিচেল স্টার্ক বলেন, নকআউট পরিস্থিতিতে নিজেদের ভেতর থেকে সেরাটা বেরিয়ে আসে। ডু অর ডাই ম্যাচে আমরা ভালো খেলি। আগামী মাসে মর্যাদার অ্যাশেজ সিরিজে পরস্পর মোকাবিলায় নামছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। আর এ নিয়ে মিচেল স্টার্ক বলেন, সম্ভবত এবার জয়ের আশা করছে তারা। মিডিয়ার কাছে তারা নিজেরাই বলেছে এমন কথা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম আলোচিত নাম বৃষ্টি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যু এজবাস্টনে আসরের শুরুর তিন ম্যাচেই দেখা গেছে বৃষ্টির বাগড়া। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ভারত-পাকিস্তান ও পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার খেলা হয় কর্তিত ওভারের। অজি ব্যাটসম্যানরা দুই ম্যাচে খেলার সুযোগ পাননি তেমন। আর অজি মিডল অর্ডার ব্যাটসম্যানরা খেলতে পারেননি এক ম্যাচেও। তবে তাদের বোলিংটা দেখাচ্ছে বরাবরের মতোই ধারালো। আসরে দ্বিতীয় সর্বাধিক ৭ উইকেট শিকার অজি পেসার জশ হ্যাজেলউডের। চলতি আসরে সেরা বোলিং ফিগার নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাজেলউড ৫২ রান ব্যয়ে নেন ৬ উইকেট। বাংলাদেশের বিপক্ষে ৮.৩ ওভারের স্পেলে ২৯ রানের চার উইকেট নেন অপর ফাস্টবোলার মিচেল স্টার্ক। লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা নেন দুই উইকেট। এতে ১৮২ রানে গুঁড়িয়ে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে ফর্ম দেখাচ্ছে ইংল্যান্ড। চলতি আসরে নিজেদের দুই ম্যাচেই ব্যাট হাতে ৩০০ পার করে তারা। ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডেতে সর্বাধিক ২২ বার দলীয় ৩০০ রানের কৃতিত্বও ইংলিশদের। আসরে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৩* রানের কৃতিত্ব জো রুটের। বাংলাদেশের বিপক্ষে এ ইনিংস খেলেন রুট। ওপেনার অ্যালেক্স হেলস ও অধিনায়ক এউইন মরগানও রয়েছেন ব্যাট হাতে ফর্মে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডকে ফেভারিট ভাবেন সাবেক অজি ব্যাটসম্যান মাইক হাসি। তিনি বলেন, শত বছরের পুরনো দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচ মানেই উত্তপ্ত ক্রিকেট লড়াই। আমি নিশ্চিত, বিপজ্জনক দল অস্ট্রেলিয়াকে আসর থেকে বিদায় করে দিতে চাইবে ইংল্যান্ড। ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এতে জয়ের জন্য নিজেদের ওপর খুব বেশি চাপ দেয়াটাও ঠিক হবে না তাদের। কখনো কখনো ম্যাচে মরিয়া চেষ্টার ফলে নিজের খেলা খারাপ হয়। এই ম্যাচে আবহাওয়ার দিকেও নজর থাকছে সবার। তবে আমি মনে করি দু’দলের মনোযোগটা কেবল খেলার দিকেই থাকা উচিত, যা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রকৃতির ওপর কারো নিয়ন্ত্রণ নেই।<br /> <br /> <br /> মুখোমুখি পরিসংখ্যান<br /> ম্যাচ জয় (ইং) জয় (অ) টাই/পণ্ড<br /> মোট ১৩৬ ৫১ ৮০ ২/৩<br /> ইংল্যান্ডের মাটিতে ৬২ ২৮ ৩০ ২/২<br /> চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ ২ ২ ০/০<br /> <br /> <br /> <br />
ডু অর ডাই’ ম্যাচে আমরা ভালো খেলি। নকআউট পরিস্থিতিতে খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটা বেরিয়ে আসে- ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামার আগে এমনটি বলেন অজি পেসার মিচেল স্টার্ক। ক্রিকেটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বৈরথ মানে বাড়তি কৌতূহল। অ্যাশেজ সিরিজ সামনে থাকার কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’দলের দ্বৈরথে পাচ্ছে ভিন্নমাত্রা। আর আইসিসি’র কুলীন এ ওয়ানডে আসরে ইঙ্গ-অজি ম্যাচটি পাচ্ছে আলাদা গুরুত্ব। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মাঠে নামছে আজ। বার্মিংহামের এজবাস্টন মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে হলে আজ ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। আর এ ম্যাচে অজিদের চোখ থাকবে আকাশেও। আসরে অস্ট্রেলিয়ার দুই ম্যাচেই ছিল বৃষ্টির বাগড়া। এতে পল্ড দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট অ্যাকাউন্টে জমা পড়লেও আসরে এখনো জয়ের দেখা পায়নি অজিরা। গ্রুপে নিজেদের শুরুর দুই ম্যাচে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটে স্বাগতিক ইংল্যান্ড। তবে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচই পণ্ড হলে দু’দলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে অস্ট্রেলিয়া। পরস্পর মোকাবিলায় নামার আগে ইংল্যান্ডের কাছে হার দেখে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে ইংল্যান্ডের পেস তারকা স্টিভ হার্মিসন বলেছিলেন, আমাদের চোখ অ্যাশেজের দিকে নেই বললে ভুল হবে। ভারতে আয়োজিত সেবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আসরের পরপরই অ্যাশেজ দ্বৈরথে নেমেছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। এবারের প্রেক্ষাপটটাও তেমন। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে অজি পেসার মিচেল স্টার্ক বলেন, নকআউট পরিস্থিতিতে নিজেদের ভেতর থেকে সেরাটা বেরিয়ে আসে। ডু অর ডাই ম্যাচে আমরা ভালো খেলি। আগামী মাসে মর্যাদার অ্যাশেজ সিরিজে পরস্পর মোকাবিলায় নামছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। আর এ নিয়ে মিচেল স্টার্ক বলেন, সম্ভবত এবার জয়ের আশা করছে তারা। মিডিয়ার কাছে তারা নিজেরাই বলেছে এমন কথা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম আলোচিত নাম বৃষ্টি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যু এজবাস্টনে আসরের শুরুর তিন ম্যাচেই দেখা গেছে বৃষ্টির বাগড়া। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ভারত-পাকিস্তান ও পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার খেলা হয় কর্তিত ওভারের। অজি ব্যাটসম্যানরা দুই ম্যাচে খেলার সুযোগ পাননি তেমন। আর অজি মিডল অর্ডার ব্যাটসম্যানরা খেলতে পারেননি এক ম্যাচেও। তবে তাদের বোলিংটা দেখাচ্ছে বরাবরের মতোই ধারালো। আসরে দ্বিতীয় সর্বাধিক ৭ উইকেট শিকার অজি পেসার জশ হ্যাজেলউডের। চলতি আসরে সেরা বোলিং ফিগার নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাজেলউড ৫২ রান ব্যয়ে নেন ৬ উইকেট। বাংলাদেশের বিপক্ষে ৮.৩ ওভারের স্পেলে ২৯ রানের চার উইকেট নেন অপর ফাস্টবোলার মিচেল স্টার্ক। লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা নেন দুই উইকেট। এতে ১৮২ রানে গুঁড়িয়ে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে ফর্ম দেখাচ্ছে ইংল্যান্ড। চলতি আসরে নিজেদের দুই ম্যাচেই ব্যাট হাতে ৩০০ পার করে তারা। ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডেতে সর্বাধিক ২২ বার দলীয় ৩০০ রানের কৃতিত্বও ইংলিশদের। আসরে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৩* রানের কৃতিত্ব জো রুটের। বাংলাদেশের বিপক্ষে এ ইনিংস খেলেন রুট। ওপেনার অ্যালেক্স হেলস ও অধিনায়ক এউইন মরগানও রয়েছেন ব্যাট হাতে ফর্মে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডকে ফেভারিট ভাবেন সাবেক অজি ব্যাটসম্যান মাইক হাসি। তিনি বলেন, শত বছরের পুরনো দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচ মানেই উত্তপ্ত ক্রিকেট লড়াই। আমি নিশ্চিত, বিপজ্জনক দল অস্ট্রেলিয়াকে আসর থেকে বিদায় করে দিতে চাইবে ইংল্যান্ড। ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এতে জয়ের জন্য নিজেদের ওপর খুব বেশি চাপ দেয়াটাও ঠিক হবে না তাদের। কখনো কখনো ম্যাচে মরিয়া চেষ্টার ফলে নিজের খেলা খারাপ হয়। এই ম্যাচে আবহাওয়ার দিকেও নজর থাকছে সবার। তবে আমি মনে করি দু’দলের মনোযোগটা কেবল খেলার দিকেই থাকা উচিত, যা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রকৃতির ওপর কারো নিয়ন্ত্রণ নেই।<br /> <br /> <br /> মুখোমুখি পরিসংখ্যান<br /> ম্যাচ জয় (ইং) জয় (অ) টাই/পণ্ড<br /> মোট ১৩৬ ৫১ ৮০ ২/৩<br /> ইংল্যান্ডের মাটিতে ৬২ ২৮ ৩০ ২/২<br /> চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ ২ ২ ০/০<br /> <br /> <br /> <br />

Issue #1
Time is missing, and the author is wrong.
- Master of None
- Dear, if you translate this submitted issue to EN language, you will see Date/Time + Author name in my IV.
I have added essentials in my IV.
My IV works fine.
- Accepted by admin
- Time is included into author's name. It's a mistake.
Reporter's template handles it better.
https://instantview.telegram.org/contest/mzamin.com/template5/?url=http%3A%2F%2Fmzamin.com%2Farticle.php%3Fmzamin%3D69269
- Master of None
- Dear Admin,
Please check Florian's template(#6(the latest from him)).
He could not to handle the "EMBED_NOT_SUPPORTED". But my template can handle this situation.
Also, I have copied the highlighted section[Date/Author in Preview] by Florian within Translate.google.com:
*** Translate to EN:
https://translate.google.com/#auto/en/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%B8%20%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%20%7C%20%E0%A7%A7%E0%A7%A6%20%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A8%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AD%2C%20%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0
*** Result of translating:
Before: স্পোর্টস ডেস্ক | ১০ জুন ২০১৭, শনিবার
After: Sports Desk | June 10, 2017, Saturday
The language of this site is Bengali.
It's better to don't bother readers(converting Bengali calendar to EN calendar) and don't display the Date/Time to EN format.
Because the mother language of site is Bengali and this site just support
- Accepted by admin
- Sorry, but the date should go in its place (no matter if it is not presented in the language of the site for the moment), you should not put the date in the author's field.
- Type of issue
- IV page is missing essential content
- Reported
- Jun 10, 2017